সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুঃস্থদের সাহায্য বাসন্তীতে

বেহালার সেচ্ছাসেবী সংস্থা সুমঙ্গলার উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার মহেশপুর গ্রামে শতাধিক দুঃস্থ পরিবারকে সাহায্য করা হল। আদিবাসী অধ্যুষিত এই এলাকার মানুষ করোনা পরিস্থিতিতে অনেকেই কাজ হারিয়েছেন। আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এই আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষগুলি। সেই খবর জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন সুমঙ্গলার সদস্যরা। বাসন্তীর মহেশপুর রাখাল চন্দ্র সেবাশ্রমের সহযোগিতায় সুমঙ্গলার সদস্যরা রবিবার বাসন্তীর এই প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ দুঃস্থ মানুষের পাশে থাকার বার্তা দেন।

Donate Today to save the Community that needs you.